হে বিদ্যাপীঠ,বহুদিন বাদে ঘটিল আজি তব দর্শন
কত কোলাহলে কেটেছে বেলা আর, সাথীদের অবারিত আলিঙ্গন”


তব তরে আজি মনের হরষে খুঁজেছি যতক্ষণ
চারিদিকে শুধু স্মৃতি আর স্মৃতি কেউ ডাকেনা বিলক্ষণ”


একদা এ পথে ছিল কত চেনা মুখ,কত যে আপন জন
গোধুলি বেলায় সেই জনা আজি আপনা করিছে বিচরণ”


নেই উল্লাস,নেই হুল্লোড়, নেই উদ্বেলিত ডাকের বিস্ফোরণ এ যে, জগত নিয়মে মায়ার বাধ ভেঙ্গে একাকি করিছে বিচরণ”


কত যুগ ধরে তুমি ছড়িয়েছ আলো আঁধারের করেছ অবসান,অনন্ত কাল বহে যাও তুমি মানবের তরে, ছড়াও জ্ঞানের আলোড়ন


আমরা হয়তো রহিবনা তব তরে আসন্ন আগামীতে বিরাজমান, নব্য প্রজন্মের পদচারণায় তুমি হয়ে উঠ মহীয়ান”