রোজ সকালে রাতের নীরব কান্নার জল হয়ে যায় শিশির ।
আমি থাকি অপেক্ষায়, এ গভীর আঁধার কেটে কবে হবে ভোর এ নিশির ।


সকালের শীতল হাওয়ায় ভাসাই নিজেরে, খুঁজে পেতে প্রশান্তি ।
দিন তো কাটে বড় অবসাদে রাত যে,বেজায় অশান্তি।


নেই আবেগ, নেই বিরহ, নেই অনুরাগের হাতছানি।
চারিদিকে যেন বৈশাখী আঁধার করিছে শুধু হানাহানি।


চলতে গিয়ে দেখলে নদী আঁতকে উঠে মন ।
এই যে, নদী মাঝে বহে পানি তীরে,তীরে, ঘটে ভাঙ্গন।


আমার নদীর তীর ভেঙ্গেছে আজও পারিনি গড়তে।
কাউকে বলি বাস ভালো, বাসে কিনা পারিনি আজও জানতে ।


নিজের আবেগ নিজেরে সুধাই বুঝাতে পারিনি কাউকে।
ভারাক্রান্ত অবুজ মনের সবুজ ছবি কেউ চায়না বুঝতে।