জীবনের কোন একদিন নিয়ে তোমায়
ভরা নীল জোস্না আর উন্মুক্ত হাওয়ায়
আনন্দ ভ্রমনে গিয়েছিলাম সমুদ্র সৈকতে।
হাতে রেখে হাত বলেছিলে আমায়
জীবন প্রদীপ নিভে যাবে, তবু ভুলবনা তােমায়।
সাক্ষী রেখে সুক তারা, সাক্ষী রেখে শশী
হাতে রেখে সমুদ্র সফেন,মম পাশে বসি।
চাওনি কোন মানিক রতন, বলেছিলে তুমি অমূল্য রতন
অঙ্গুলি তুলে বলেছিলে দেখ!! উর্মিতে প্রাণ সমুদ্রের
আমার হৃদয়ের তুমি উর্মি, তবে আমি আর কি চাই!!
তব উত্তরে বলেছিলাম, তোমাতেই আছি আজীবন।
আজ সেই তুমি! নেই আমার পাশে
শুধু তোমার রেখে যাওয়া স্মৃতি গুলো
আজও আমার চারিদিকে ভাসে।
সেই সৈকত আর নীল জোস্নাকে যদি জিজ্ঞাসা করি
লজ্জায় জোস্নার আলো নীভে যায়,সৈকতে ভাসে চর’
তারা সুধায় আমার তরে, তুমি যারে আপন ভাব’
সে ভাবে তোমায় পর।
কিন্তু আমি আজও খুজে পাইনি কোন উত্তর
কেন চলে গেলে তুমি, কেন, কেন, কেন?