প্রচ্ছন্ন নীরবতায় ভাবী যখন  তোমাকে
তব ছবি ভাসে নির্মীলীত আঁখিতে ।
নিদ্রার দ্বার রুদ্ধে চুমুক দেই কপিতে  
মম বিভোরতা কাটেনা সেই জড়িত স্মৃতিতে।
শুক্ল পক্ষের চাঁদ দেখি দূর আকাশে
মাঝে মাঝে ঢেকে যায় দুরন্ত মেঘের ছায়ায়
ঐ দেখে !! স্মৃতির মেঘমালা ভাসে মম হৃদয়ে।
আমি ভাবি পুষ্পমালা সহিছে যে, কত জ্বালা
সহস্র ভ্রমর তারি মাঝে করিছে খেলা।
তবুও তো কহেনা কথা, নীরবে সহে যায় ব্যথা
আমি কেন পারি না সহিতে? তব স্মৃতির ব্যাকুলতা।
তুমি তো চন্দ্র নও, নও তুমি দিবাকর
কেন তুমি রহিয়াছ  মম চিত্তের পক্ষধর।
আমি তো হারয়েছি নিজের দিশা
দুলিতে, দুলিতে অজানা এক পূজারীর নেশা।
কত ক্ষণ, কত দিবসে, বলেছিলে তুমি দেখে কাঁশফুল
আমার ভালোবাসা ঐ শুভ্রতাই  তুমি করিওনা  ভুল।
সেইদক্ষিনা বাতাসে আজও দোল খায়  কাশফুল
শুধু হারিয়েছি তব প্রেমের শুভ্রতা, আর ভাঙ্গিয়াছি মম প্রাণ ফুল।
সেই তুমি চলে গেলে রেখে দিয়ে তোমার দেওয়া শত তাজা গুল।
নাহি পাই তোমার ছবি উত্তর গগনে  
তিন দিগন্ত ঘুরেফিরে ডুবে যাই হৃদয় নীড়ে।