তোমাকে পেতে গিয়ে কত সহস্র
রজনী আমার কেটে গেছে নির্ঘুম,
শুধু তোমাকে দেখতে চেয়ে কত রাত্রী
আমি চাঁদ দেখেনি দেখেছি অমাবস্যার অন্ধকার।।
শুধু তোমাকে ছোঁয়ার প্রতিক্ষায় আমি ভুলেও
স্পর্শ করিনি প্রেমিকার ঐ বিশ্বস্ততার হাত।।
শুধু তুমি আমার হবে বলে আমি নিজেকে
ভেঙেচুড়ে দিয়েছি নতুন রূপ কত অবহেলা, কটুবাক্য,
অসম্মানকে মুখ বুঝে সয়েছি শুধু তোমার অপেক্ষায়।
প্রিয়মুখ প্রিয় সময় সব হারিয়ে পাষান হয়ে
এই আমি শুধু তোমার বাধনে বেধেছি নিজেকে।
বার বার হেরেও আমি জয়ের অদম্য স্পৃহা হৃদয়ে লালন করেছি।
আমার বালিশ ভেজানো বোবা কান্না, বুক ফাটা হাহাকার
কেউ শুনেনি তুমি কি শুনেছো?


হে প্রিয় স্বপ্ন,
বড় অবেলায় তুমি ধরা দিলে,
বড় অসময়ে,
পূর্ণ করে এই আমায় অপূর্ণ থেকে গেলে।