জীবনের যত ভূল যত কান্না হাসি।
কষ্টের নির্মম যত স্মৃতি সর্বনাশী।
নিরবে কবি-ই তারে গেঁথে গেঁথে চলে
হায়রে মানুষ তারেই যে কবিতা বলে।


সপ্নের প্রাচীর যদি ক্ষয়ে ক্ষয়ে যায়,
আশার প্রদীপ যদি ঝরে নিবে যায়।
ভুলতে পারে না সে যে তারে কিছুতেই।
হতাশা লাঞ্চনা তাই তারিই ডাইরিতেই।


তোমারা কবিতা বল সুখ পাও তাতে।
তিক্ত জিবনের সেই ঝরা বেদনাতে।
যত ভুলের প্রাপ্তি সে লিখে হয় কবি।
কবিতাই তার কাছে হতাশার ছবি।