আচ্ছা,আকাশ দেখা কি পাপ?
তবে আমায় নিয়ে কেন এত সংলাপ?
প্রচ্ছন্ন বুকে  উচ্ছ্বাসিত যখন জাগে অনুতাপ।


যখন আকাশ ছুঁয়া প্রমাদ শৈল মস্তকে পড়ে আমার।
যখন হৃদয়ে বার চুকিয়ে আসে কালিমা,
ক্রমে ঘন হয় অন্ধকার,
সর্বাঙ্গে দ্বেষ-বিদ্বেষের ভার বয়ে,কিংবা অভিলাষ প্রমত্ত হয়ে সময় আসে আশমানে তাকাবার।


আলোহীন মনে আলোকের সঞ্চারের  উমেদে
আশমানে তাকাই আমি।
এবং তাইকি লোকে পাগল বলে আমায়, পাগল বল তুমি?


তবে শুনে রাখা ভালো,যতই পাগল বলো
আকাশ আমি দেখবই।
খুব বেশি সুখ,খুব বেশি দুখের দিনে,
যদি বা তাদের পাগল শব্দ বাজেও কানে
আমি দেখবো আকাশ নিত্যই।


আমি রুটিনহীন ইচ্ছা,যখন তখন দেখি আকাশ।
সকাল দুপুর রাত্রি বেলা,যখনি পাই অবকাশ।