হইওনা নত কোনোদিন মানুষের তরে।
চাওয়ার মত চাও যদি আল্লাহর দরবারে।
তবে জীবনে দু:খ সব যাবে মুছে।
সুখের মাঝে রবে বেচে।
আলোর প্রদীপ ওঠিবে জ্বলে
তোমার জীবনের অন্ধকারে।
আল্লাহর উপাসনা করিবে যেইজন।
দুনিয়াময় হবে শান্তি
হবে তুমার পড়পারের জীবন।
আমাদের মাঝে নানা রকম সাজে
ভর করেছে কত দন্ধ বেবিচার অহংকারে।
আমরা আজ এই ধংসের পথে
পা বাড়িয়ে হচ্ছি পথভ্রষ্ট।
ধরণীর মায়ায় পড়ে
ডুব দিয়ে পাপের সাগরে
করেছি জীবন নষ্ট।
পৃথিবীর সুখটাকে বড় মনে করিয়া।
যাচ্ছো আজ আখিরাতের কথা ভুলিয়া।
যেওনা ভুলে তুমি আল্লাহ অন্তরজামী আমাদের কৃতকর্ম আল্লাহ দেখেন সব
তিনি যে আমাদের রব।
একদিন হবে যেতে তুমার
ঐ অন্ধকার কবরে।
সেদিন পারবে না
নিতে কিছুই সাথে করে।
পৃথিবীর জীবনটাকে ভেবোনা তুমি
চীর জীবনের।
আসল জীবণ হবে তুমার পড়পারের।