আমার আদর্শ গ্রাম।
কৃষক ভাইয়েরা কষ্ট করে
রোদ দুপুরে ঝড়ে অনেক ঘাম।
জেলে ভাই খালে-বিলে মেঘের
ছায়ায় ধরে মাছ।
কৃষক ভাই ক্ষেতে করে জমি চাষ।
ইচ্ছে করে মনে আমার
করিতে তার দৃশ্য অংকন।
তার অপরূপ প্রকৃতি দেখে
হয় মুগ্ধ আমার মন।
চারি দিকে গাছ-গাছালি
অক্সিজেনে ভরপুর।
যত কার্বন-ডাইঅক্সাইড আছে
যেন যায় চলে অচীনপুর।
আমার গাঁয়ের লোক সমাজে
আছে প্রেম-প্রীতি ভালোবাসা।
ধনী-গরিব ভেদাভেদ ভুলে
কাঁধে কাঁধ রেখে চলে।
মোর গাঁয়ে লোকেদের হৃদয়ে
আছে মনুষত্বের বাসা।
নেই কোনো সহিংসতা আমার এই গ্রামে
সারাদিন ব্যাস্ততার মাঝে
কেটে যায় পথশ্রমে।
আমার গ্রাম যে সোনার হাঁড়ি
ভাই ভাইয়ে আছে প্রেমের তরি।
আমার গ্রামে দলে দলে পাখি উড়ে।
মৌমাছিরা গায় গান মধুর সুরে।
ভোরের মৃদু বাতাস তার
আমায় মুগ্ধ করে।