আমি চন্দ্রিকা হয়ে আধাঁরে আলো ছড়াব
বর্তিকা হয়ে অপ্রয়োজনের অসিত দূর করিব।
ব্যোমযান হয়ে আকাশে পাড়ি দিব
আমি মরুৎ হয়ে সুখানুভবের বার্তা পুরো বিশ্বে ভাসিয়ে বেড়াব।


আমি স্তবকের প্রিয় কোন লাইন হয়ে মানুষের
অন্তরতম প্রদেশে বিরাজ করে চির অমর হয়ে থাকিব।
আত্মা যেদিন থাকবে না দেহে,থাকবে না দেহের স্থিতি
এমন কিছু করে যাব মানবের হৃদয় হয় যেন মোর বসতি।


মানুষের প্রলোভন হই যেন,তাই হব আমি হিরণ।
আমি অরুণ হব,যেন পায় সবে আমার থেকে কিরণ।


রচনাকালঃ=২০/১২/২০২০।