সবুজ মাঠ সবুজ ক্ষেত
তুমার সবুজ প্রকৃতি দেখে
যেন হয় মন আমার নিরুদ্দেশ।
লাখো শহীদের রক্ত প্রাণে পেয়েছি তোমায়
ওগো আমার প্রিয় বাংলাদেশ।
তোমার কোলে হেলি দুলি,
তোমার কোলেই  খেলি।


তোমার নামে মুক্তির গান নতুন সুরে বলি।
তোমার কোলে ঘুমিয়ে উঠি
ভোরের আলোয় পাখির ডাকে
দু আখি মোর মেলি।
তোমার বুকে পুষ্প কত হেলে দুলে।
তোমার বুকে বর্্ষাকালে দেখি
নদী ভরা তার জলে।


আজীবন গাইব গান তুমার নামে
কখনো যাবনা তোমায় আমি ভুলে।
মনে প্রাণে বাসি যে তোমায় ভালো।
কতরকম সাজে দেখি তোমায়
তোমার ভোরের মৃদু বাতাস যেন
মুগ্ধ করে আমায় রাতে আকাশ কালো
দিনে সূর্যের আলো।
৪/২/২০২০।