আছো কোন সংসারে তোমি!হাটছো কোন পথে!মুখ দেখছো কোন দর্পনে?
যেমন করে যায় ভুলে দীর্ঘ দিন আগে পড়া কোনো উপন্যাস,তেমনি ভুলে গেছো আমায়, রাখো নি মনে।
ক্ষত বিক্ষত আমি একটা ঘোড়ার খুরের আঘাতে।
ভ্রস্ট পথিকের চিৎকার জানি পাবে না শুনতে
বিশাল মরুভূমিতে!
নীল জামা পড়া ওই প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, এখনো সে ছবি ভাসে আমার চোখের কালশিটিতে।
ওইতো সে দিন যখন বলেছিলে, তোমায় ভুলে যেতে!
সেদিন ছল ছল দু চক্ষু বেয়ে ফুটা ফুটা জল ঝড়ছিল-
পায়চারি করে আজও সে স্মৃতি মগজের মেঝেতে।


আমি চাই তোমায় যেন খুঁজে আবার পাই।
যদি আবার আসো ফিরে
স্বপ্ন দেখো আমায় ঘিরে!
স্পন্দনে মিশে যাও যদি আমার
আমি খুশি হবো তাতে।
পাখি হয়ে আমার গায়ে যদি আমায় ডাকো আবার
প্রত্যেক প্রভাতে।
আমি খুশি হব তাতে।
২৮/৫/২০২০।