সুরে সুরে নিলি কেড়ে আমার মন
দেখে তোমার মায়া ভরা মুখ
হৃদয়ে উদয় হত কতটা সুখ।
দু:খ সব যাইত মোর হারিয়ে
সুখের বীণ বাজিয়ে তোমার রঙে
রাঙিয়ে মোরে
হঠাৎ করেই গেলা হারিয়ে
দাও না আবারও তুমার দুইটা হাত বাড়িয়ে


আকাশ ঢাকে মেঘের কালোয়
সুখ খুঁজে সন্ধ্যা তারায়।
বিদ্যুৎ চমকায় মোর মন পাড়ায়।
কোথায় যেন হারিয়ে যাই
কোথায় যেন তোমারই ডাক শুনতে পাই
তবুও তোমায় খুঁইজা নাহি পাই
সারাক্ষন শুধু তোমার বাদ্য ডামাডোলেই
মেতে যাই।
সুখের হাওয়া বহে যায় মোর হৃদয়ে
সারাক্ষন সন সন।
বুকের বাম পাশে ক্ষণে ক্ষণে
বাড়তে থাকে ঘড়ির কাটার ন্যায় শ্বব্দ।
তোমার নাম লহে মন সারাক্ষন
কখনো হই আমি ক্ষুব্ধ।
তুমি হারিয়ে গেছো তবুও তোমার বীণ
আজও বাজায় সুখে আমার মন।
এই মন আজও বলে তুমি আমায় ছেড়ে গেলে চলে তাতে কি
আমি এখনো যাইনি তোমায় ভুলে।
আমার অন্তর মহলে
তোমায় সর্বক্ষণ খুঁইজা বেড়াই
জানি তোমায় পাব না কখনো
তবুও মন বলে তোমায় হারাইনি
তুমি কতই না অভিমানী
যায় কি করে তোমায় ফেরানো?
সন্ধ্যা রাতে আকাশের লক্ষ তারাতে
আকাশ সাজে।
যেনে রেখো তোমার স্মৃতি আজও আছে গাথা মোর অন্তর মাঝে।