চলেছি গুধুলি লগ্নে অহং বিধুর
কণ্ঠে কণ্ঠে তুলিয়া সুর
অহং যাচ্ছি বহুদূর।
তাহার সন্ধ্যানেই তো চলেছি পথ
হবে দূর মনের ক্ষত, দুর হবে তম
জীবনে যদি পাইগো তাহারে!
সে কখনো খুঁজবে না জানি মোরে।
হৃদয় বইছে গন্ধবাহ,
মম সুরের প্রত্যুত্তর যেন দিচ্ছে কেহ
হেটে চলেছি নিস্তব্ধ পথে
অন্তর সাগরে মম বইছে লহর
কোথায় জানি না গেলো মম সুন্দর
হঠাৎ পিছন যেনো শব্দ হইলো কেমন
কেহই নাই যে দেখি
পিছন মেলি আখি।
কেবল মস্তকের উপর দিয়া
গেলো উইড়া এক ঝাক পাখি।
হঠাৎ শিউরে ওঠে
ভেবে ক্ষণিকটা গেল কেটে
এতিক্ষণে দেখি যে অহং ঘরে
তবে অহং গিয়াছিলাম কোথায় হেরে?
মম চিত্ত বলে অতীত যে তুই করিলে স্মরণ
ক্ষণিক চিত্ত তোর হইয়াছিলো হরণ
অতীতে নিয়াছিলো তোরে আত্মসম্মোহন।