বাংলা তুমি আছো মোদের হৃদয়ে।
তোমায় পেয়েছি যে মোরা
অনেক রক্ত প্রাণের বিনিময়ে।
সালাম-বরকত-রফিক-জব্বার।
তোমাদের ছবি আছে  আকঁা
মোদের হৃদয়ে সবার।
তোমরা রক্ত দিয়ে প্রাণ দিয়ে
মায়ের ভাষা রক্ষা করে
দিয়েছো মোদের হাতে তুলে।
তোমরা বাংলা ভাষা রক্ষার জন্যে
শত্রুর বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলে বলে
কথা বলিতে পারছি মোরা প্রাণ খুলে।।
তোমাদের রক্ত দেওয়া প্রাণ দেওয়া
একুশে ফেব্রুয়ারি।
মোরা কি এই দিনটারে
কোনো দিন ভুলিতে পারি?
তোমাদের দেওয়া বাংলা ভাষা।
আমাদেরই মায়ের ভাষা।
একুশে ফেব্রুয়ারি আমার ভাইদের
রক্তে রাঙানো।
এই দিনে শহীদভাইদের স্মরণে
মেতে উঠি উদযাপনে
নতুন করে হয় মোদের সবাইকে জাগানো।