তরই জন্য চোখের জল
ঝড়েছে অবিরল।
আমার বুকে বেধেছিলাম ঘর শুধু তরই জন্য
ভালোবাসা বুঝলে না করিলে ঘৃণা আমা
আমার ভালোবাসার ছিল না অন্ত
ছিল না ভ্রান্ত ছিল না সীমা
তবুও মোরে গেলে ভুলে
এ বুকটারে করিলে ক্ষুন্ন।
আমার তৃষ্ণার্ত চোখ চাহে দেখিতে
তোর মায়া ভরা মুখ
বুঝলে না এ মনের ব্যাথা
পবিত্র ভালোবাসা মোর করিলে হত্যা
আঘাত করিলে আমার বাহিরও অন্তর
মনটা তোর বড়ই প্রস্তর।
তোর বিষের আগুন
নিক্ষেপ করিলি মোর গায়ে
যাই কেমনে বল এই যন্ত্রণা সয়ে?
আমার জীবন যে দিলি ক্ষয়ে।
তোর বিষের আগুনের উত্তপ্ত হাওয়ায়
ব্যাথা যন্ত্রণায় টন টন করিয়া
যাচ্ছে ছিঁড়িয়া এ মন।
তবুও আমার অবুঝ মন
দেখিতে চায় তরে সারাক্ষণ।
বলেছিলে বাসবে ভালো চিরকাল
সবই ছিল বুঝি তোর চলনার জাল
আমায় দিলে মিথ্যে প্রেরণা
ভালোবাসিয়া তরে পেলাম শুধু বেদনা।