একটুখানি সুখ বল কোথায় খুইজা পাই।
বিরহের আগুনে যে মন আমার
পুইড়া হইল ছাই।
শত চিন্তা মাথায় নিয়া কেমনে খাবার খাই।
আগের মতো এই  হৃদয়
হাসছেনা আর খিল খিল।
আমার এই হৃদয় মাঝে আছে দু:খের বিল।
দু:খের বুঝি বন্ধু হইলাম
জীবনে কি মোর সব হারাইলাম?
দু:খের সাথে বুঝি আছে আমার মিল।
মাথা ভরা গোবর নিয়া কেমনে বেচেঁ রই।
লোকের মুখে এমন অপবাদ
কেমনে বল সই।
বন্ধু আমার কেউ হলোনা
দু:খের দিনে সঙ্গি পেলাম না।
প্রকৃত বন্ধু পেলাম বই।
এখন আমার বই এর মাঝে
সকাল সন্ধ্যা সাজে।
খানিক সময় হেঁটে হেঁটে সময় কাটে।
ভালো ভালো বই এর মাঝে।
সুখ যে আমি পাই খুজে।
দু:খের মত যে এবার দিলাম কেটে।