শহর বন্দর,নদী নহর
মাঠ-ঘাট বালু চর
দেখে সাগরের তীর
জন-মানুষের ভীর।
যান-জট শহরের জ্যাম।
কতেক তৈরী  ফ্রেম।
আরো কত কি দেখে
মনে মনে মস্তিষ্কে
করি ব্যাম।


পথে দাঁড়িয়ে,
সম্মুখে তাকিয়ে
দেখি কত জন-মানব
কত হ্যাম
এভাবেই সূর্য ডুবে
দিনের আলো নিভে
আসে শ্যাম।


আরো কত কি দেখে
ডাইরিতে রাখি লিখে
কত কি-না ভাবি।
দিন চুকিয়ে,ঘুরিয়ে ঘুরিয়ে,
চোখে ভাসে তার ছবি।