শান্ত মিয়া খাইয়া -দাইয়া ঘুমাইয়া পড়িছে।
আবুল হাসান ভূইয়া,সব ছাড়িয়া জঙ্গলে আসিছে।
মিস জান্নাত দিন রাত লেখা-পড়া কইরা
ঘড়ি ধইরা পরিক্ষা দিয়াছে।


শৈকত এবং লিয়াকত খুব খুশি,মুখে হাসি,
কোনোরকম, নিয়া ধম নাকের আগায়,পরিক্ষায়
পাস করিয়া মিষ্টি বিলাইয়াছে।
আরমান নূতন মেহমান,পান্নাকে যত দেখে,মুচকি হাসে।
মনে মনে তাহার প্রেমে ডুবিছে।


দূর্জয় অন্তরে ভয় নিয়া শিক্ষকের সামন গিয়াছে।
বেতের আঘাতে এখন গুন গুন করে কাঁদিতেছে।


এভাবে ঘুরিয়া ফিরিয়া, এদিক ওদিক যাইয়া,কত কি দেখি দু-নয়নে।
কতক ভাবনা জাগে,ক্ষণে ক্ষণে পরানের গহীনে।