এক জোড়া চুরি,ডিজিটাল ঘড়ি,  
নীল রঙের  শাড়ি,
সরিষা তেল,পাকা কয়টি বেল,পাঁচ কেজি চাল,মসুরি ডাল, দুই কেজি মুড়ি।
হেটে পথে  চলল,বউ যা-বলল,মনে মনে ভাবল,
হয় যদি ভুল
অন্তরে ভয়,নিশ্চয়,দিতে হবে তার চুড়ান্ত মাশুল।
এক জোড়া চুরি,ডিজিটাল ঘড়ি,  নীল রঙের  শাড়ি,
সরিষা তেল,পাকা কয়টি বেল,পাঁচ কেজি চাল,মসুরি ডাল, দুই কেজি মুড়ি।
চমৎকার,চমৎকার!বেশ-খেলছেন সাকিব আলঃ তামিম ইকবাল।
এইভাবে খেললে,আমি তবে যাই বলে,
বাংলাই জয় আনবে ছিনি,গত খেলা দেখনি?যেমনি ছাড়েনি হাল।
এক জোড়া চুরি,এনালগ ঘড়ি,কম দামী শাড়ি,
সয়াবিন  তেল,পাকা কয়টি বেল,দুই কেজি চাল,দুই কেজি মুড়ি।
ওইতো বন্ধুরা আছে বসে,গল্প করছে হেসে হেসে,
সেও বসলো কিছুটা তাদের পাশে।
আমি তবে যাই চলে,অনেক কথাই গেলাম বলে,কথা হবে আবার।
যদি হয় ভুল পাছে। জবাবে বলব কি বউয়ের কাছে?
সূর্য ও ডুবে গেছে,নেমে এসেছে অন্ধকার।
তিন কেজি মুড়ি,কম  দামী শাড়ি,
সয়াবিন  তেল,পাকা কয়টি বেল,দুই কেজি চাল,মসুরি ডাল,এনালগ ঘড়ি, নীল রঙের চুড়ি।
এলো সে বাজারে,মনকে জিজ্ঞেস করে,বউ যা-বলেছে,ঠিক মনে আছে,
নীল রঙের শাড়ি,সবুজ কাচের চুড়ি।
সয়াবিন তেল,পাকা পাকা বেল,তিন কেজি চাল,মসুরি ডাল,এনালগ ঘড়ি,