তাও বলি,কেন ওরা গেলেন চলে আমতলী।
কেন আজ সম্পর্কে এত গরমিল,
কেন ভাঙার পথে শোভন মিথালি।
সূর্যের প্রখরত্বে উত্তপ্ত পথের ধূলি।


নিবিষ্ট অন্ধকার ছায়ায় ঢাকা আজ অনুখেদিত পথ।
বিষণ্ণতায় ছুয়েছে তাঁদের অন্তরে পড়েছে ক্ষত।


জানতে ছেয়েছি যখন তাদের দূরত্বের কারন।
অনাগ্রহী বলতে তাঁরা, হাজারো বারণ।


পরিশেষে মলিন হেসে বলল আমায়
সে -কিছু না ভাই।
একসময় সবই ছিল,জলপ্লাবনে সব কেড়ে নিল,
নিঃস্ব আজ কিছু নেই,বন্ধুরাও দূরে ঠেলে দিল আমতলী এলাম পরিবার নিয়ে তাই।