কেন মানুষ আসে।
কেন মায়ার আয়নায় ভাসে।
কেন সব ছেড়ে চলে যায়,
কেন মুখোমুখি কঠিন যন্ত্রণায়।


সকল মরদ মনুষ্যের আকৃতি গঠন ভিন্ন।
আপনার মরদেরা চলে গেলে
সব কিছু হয় যেন শূণ্য।
যখন আসে কেহ নব রূপে
তাহায়নেত্রপাত করে কিছু মোহ।
ভিন্ন ভিন্ন দৃষ্টির ভেড়াজালে ধ্বংসের হাত এড়িয়ে
কিছুটা সুখ, কিংবা অনুতাপে।


মৃত্যুদূত আসে যখন মায়ারজাল বেধ করিয়ে
দুঃখ অনুতাপ সুখ ভুলিয়ে, ধ্বংসের হাত বাড়িয়ে,
যখন ছিনেয়ে নিয়ে যায় আত্না,
তখন অমূল্য হয় তার দেহ।
আপনজনেরা কাঁদে ধাত্রী-জনক চলে গেলে,
কিংবা চলে যাওয়ার উপক্রম হলে।


কেন এত মায়া, কেন একটুতেই
শিউরে ওঠে আপন কায়া?
কেন মানুষ আসে,কেন যায় চলে মায়ার বাধন ছিড়ে।
কেন এত স্বপ্ন আপন মানুষদের ঘিরে।



-রচনাকালঃ২০/১১/২০২০।