কবিদের অনুরাগ, চেতনা,
পীড়িত বেদনা
দৃশ্যমান মানুষের নজর কারেনা।


বিষাদ বেদনায়,
অন্যেরা চোখের জলে ভাসিয়ে দেয়।
অন্যতর বেদনার জল যদিও
চোখে প্লাবিত, ক্ষণিক সময়।


কিন্তু কবিদের চোখের জল
চোখে নয় কলমে থাকে।
যা কালো কালিতে সাদা পাতায়
অকৃত্রিম হয়ে জীবনব্যাপী জ্বলৎ থাকে।