কবিতা বলছি, আমি কবিতা।
এসেছিলাম কিছু আহারের সন্ধানে
আহার আমায় দেয়নি কেউ,তাড়িয়ে দিয়েছে সবখানে।


আমায় খেতে দিন গো মাসি,সারাদিন খাইনি দাইনি।
কেউ খেতে দেয়নি, আমার অসহায়তায় করুন তামাসায় কারোর কিচ্ছু আসে যায়নি।


আমি কবিতা গো মাসি,কবিতা আমার নাম।
সারাদিন এর কাছে,ওর কাছে হাত পেতে দৌড়ে দৌড়ে ক্লান্ত ,
রোদের তীব্রতায় ঝড়েছে অনেক ঘাম।


কেবল আজ নয় গত দুই দিন কিচ্ছু খাইনি।
রাস্তা-ঘাটে,ফুটপাতে, কুকুর খায় যে খাবার,
মাঝে মাঝে ওইসব করি আহার।
তবে দুই দিন তাও পাইনি।


কেউ খেতে দেয়না গো মাসি,কেউ না।
আর আপনি আমায় ডাইনিং টেবিলে  খেতে দিলেন!
এ যুগে আপনার মতো ভালা মানুষ হয়না গো মাসি,হয় না।