কবিতার যে প্রাণ আছে তুমরা হয়তো সেটা লক্ষ্য করোনি
আমি করেছি।
তোমরা হয়তো জান না কবিতাও মাধ্যম দেখায়
এবং আমি সে মাধ্যমেই লেখা লেখি করি..
এমন অনেক দিন লিখতে বসেছি, মনগড়া কবিতা লিখবো বলে
তথাপি কবিতা বলে তোমার ইচ্ছামত আমায় লিখে গেলেই কেবল সাজাতে পারবে না আমায়
আমার হাত থাকবে এক জায়গায় পা-থাকবে এক
জায়গায়  দেহ, মাথা থাকবে অন্যজায়গায়
তার ছেয়ে বরং আমার কথা শুন।
আমি কবিতার কথা শুনিনি


দ্বিমত পোষণ করে কোনো একটি কবিতা লিখে ফেললাম।
পরে দেখলাম,কবিতাটি লোক সমাজে গ্রহণযোগ্য  নয়,
এবং দক্ষ পাঠকেরা সে কবিতায় প্রাণের সন্ধান না পেয়ে সেটাকে মৃত বলে আখ্যায়িত করে।
পরে কবিতার সঙ্গে হাত মিলিয়ে একটি কবিতা লিখলাম।
কবিতা যে দিকে কলম ঘুরাতে বলেছে,আমি সে দিকেই ঘুরালাম কলম।
এবং এই লিখাটি পাঠকেরা পড়ে মুগ্ধ হয়!
অধিকাংশ পাঠকই তখন বলেছে অসম্ভব
অনিন্দ প্রতিভা, উত্তমা লেখনী