কখনো মনে হয় বাড়ি ছেড়ে চলে যেতে।
কখনো মনে হয়, সব কিছু ভুলে যাই,
তবে পারি না কিছুই ভুলিতে।
কখনো মনে হয় নিজের জীবন নিজেই দিয়ে দেই।
আবার ভাবি,নিজের জীবন নিজে দেওয়ার কোনো অধিকার আমার নেই।


কখনো ভাবি, কত জায়গায় কত অসহায় আছে।
তাদেরও তো দুঃখ আছে, পীরা আছে,
আছে বুকে চাপা কষ্ট।
কই তারাতো বলেনি কাউকে!,আমার চেয়েও কত কষ্ট তাদের বুকে।


কখনো ভাবি,আকাশের রবি, সর্বদাই অনুরক্ত,
আমি না হয় সব ভুলে গেলাম,সব কিছুতে হেরে গেলাম,ভুলের মাঝেই হলাম সিক্ত।
কখনো মনে হয়,সবিষ পাবকে ঝাঁপিয়ে পড়ি,পুরে যাক চক্ষু,শিরা,নাসিকা,স্বপ্নে গড়া জীবনের অট্রালিকা,
যাক পুরে আমার ললিত ভুজ।
কখনো মনে হয়,আমায় কেহ দেখুক বা, নাই বা দেখুক,আমাকেতো নিতে হবে মোর খোঁজ।


রচনাকালঃ-০৬/০৯/২০২০