চাঁদের কোলে,আলো খেলে,
সেই যে আলো ভূমন্ডলে,


সেই যে আলো খোকার গায়ে,
দেখলো খোকা চোখ ফিরিয়ে,
আলোর খেলা সারা গাঁয়ে।


ডাকছে মায়ে,কইরে খোকা?
হঠাৎ খোকার পেলো দেখা।


চাঁদের আলো গায়ে মেখে,
চুম্বন খেলো মায়ের মুখে,


আয়রে খোকন,ঘুমাবি এখন।
সকাল হলে,সূর্য উদিলে,
জানলা খুলে দেখবি গগন।


সুন্দর একটা গল্প বলি,
একটি গাছে ফুটলো কলি।
ধমকা বাতাসে,পড়ল এসে
রাজকুমারীর মাথা ঘেষে।
থাকনা মা,আর বলোনা,
গল্প এখন শুনবোনা।


বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে।