এই শহর আমার নয়,এই শহর এখন লক্ষ্যভ্রষ্টে।
আশাব্যঞ্জক-কনকময় জীবনের সুনিপুণ নগরে
উড়ছে খুব বিষাক্ত ধুলো
যেখানে চোখ খোলা বড় দায়।
এখানে বাধ্য হয়েই অন্ধ হয়েছি।
কিন্তু নিশ্বাস তো আর বন্দ করা যায় না,
উড়ুক যতই বিষাক্ত ধূলিকণা,
আমারও যে আছে বাঁচার অভিপ্রায়।


তবে হ্যাঁ,আমি অসুস্থতার ডহর-সাগরে যাচ্ছি ডুবে,
জীবন প্রদীপ ক্রমেই যাবে নিভে
বিষাক্ত এই ধূলিযুক্ত বাতাস টেনে।
কি করবো,কি করবো আর!
অন্ধ হয়ে থাকতে পারি,এই শপথ করতে পারি,
কিন্তু সেরকম গোঁয়ার নয় যে আমি,
নিশ্বাস বন্ধ রাখার শপথ লিখতে পারি হলফনামায়।!