মাগো আমার মনের ঘরের
চার দেয়ালে তোমার ছবি আকঁা।
তোমায় ছাড়া কেমনে বল থাকি আমি একা।
চোখের ওই কালশিটিতে
শুধু তোমার ছবি ভাসে।
তোমার কথা হয় যদি মনে
দু চোখ দিয়ে অশ্রু বেয়ে আসে।
তোমায় ছাড়া দিশে হারা
অনেক কষ্টে যে মা আছি আমি বিদেশে।
জানিনা দেখতে তোমায় পারবো কি না
আবার ফিরে এসে দেশে।
আল্লাহ যদি বাছিয়ে রাখেন তবে
ফিরে আসবো আবার।
ফিরে আসবো তোমার বুকে
হবে দেখা সাথে তোমার।
তোমায় দেখতে আছে যে
মন আমার বেকুলতায়।
কবে যাব ফিরে দেশে করবো সালাম
তোমার দুটি পায়।
মাগো তুমি শ্রেষ্ট সম্পদ
তুমি আমার পৃথিবী।
তোমায় আমি হারাই যদি
হারাবো আমার সবি।