মানুষের থাকে স্বপ্ন হাজারো।
সবে বলে এটা হব ওটা হব
যখণ হব আমি বড়ো।
স্বপ্নের থাকে অনেক সিড়ি।
ধাপে ধাপে হয় যেতে বেয়ে
স্বপ্ন সমুদ্দুর পেড়িয়ে
কত জনে যাচ্ছে এগিয়ে দেখো,
আবার যাচ্ছে পিছিয়ে কত সারি সারি।
কারোর জীবন অন্ধ মায়ায় সুখের ছায়ায়
কাটে, কোটি টাকার বিলাসিতায়
বাজায় প্রাণ কোলে বীণ।
কেহ পারেনা করিতে শোধ
জীবনে বয়ে যাওয়া ভারপ্রাপ্ত ঋণ।
সবের স্বপ্ন হয়না যে পূরণ।
কারোর অন্ধকার জীবনে আসে কিরণ।
কারোর হয় দুখে মরন।
কেহ পারে যেতে স্বপ্ন সাগর বেয়ে।
কেহ আবার হাজারো স্বপ্ন বুকে পুষে
সারাদিনের ঘাম ঝড়ানো ইনকামে
দিন শেষে,বেচেঁ রয় কোনরকম খেয়ে।