ভাবিয়া দেখোরে মন
ফুরিয়ে যাচ্ছে জীবনের ঘড়ি
সময় থাকিতে চলরে মন
কোরআনের পথ ধরি।
রঙে রঙে মাটির ভবে
কত যে অনাচার করি।
একদিন তো নিভে যাবে জীবনের বাতি
অন্ধঘরে রাখিবে সেদিন
হইব কেমন গতি।
একদিন তো ভাই যাইতে হইব মরি
জগতটা তো তারি রে মন জগতটা তো তারি।
খোদার পথে চলিবে যেই লোক
বিধির বিধানে পাবে সে দ্যুলোক।
খোদার দানে হায়াত পাইয়া
খোদাকেই যদি যাই ভুলিয়া
আখিরাতে শান্তির সুরলোক
পাবো কি করিয়া?
প্রভুর হুকুম না মানিলে ও পাড়ে
ঠিকানা তার হবে নিরয়
জাহান্নামের কৃশানুতে
পুড়িতে হইব অক্ষয়।