মেঘে ভেজা কাক
নিস্তব্ধ তার ডাক।
টপার টপ পড়ছে পানি।
কানে বেজে মেঘের ধ্বনি
চমকায় বিদ্যুৎ
ভয় পাওয়া কুত
হঠাৎ আলোর ঝলকানি।


কিশোর কিশোরী
ফিরে এলো বাড়ি।
গাছ -গাছালি
পথের ধূলি
ভিজছে আরো
শরীর কারো,
গর্তে থাকা
পিঁপড়ে গুলি।


মুকুল বিবি
নাচছে খুবি।
লোকিয়ে তাই
দূরের রবি
ছড়ার মাঝে
মগ্ন কবি।
কেহ মেঘের
মেঘলাকাশের
আকঁছে ছবি।


_[বাকি অংশ পরবর্তীতে দেওয়া হবে]