মনেরে অদ্য কহরে
যদি মরন আসে তোমার দ্বারে
কেমন করি কোথা পালাইবারে?
বড় কঠিন মরন যন্ত্রণা।
মনেরে অধুনা বারংবার প্রশ্ন করোনা?
কাহার মরন আসিবে কখন কেহই জানে না।
রবের ইসারায় আজরাইলের থাবায়
রেহাই কেহ পাইবা না।


থাকিতে সময় নাও যোগাইয়া
আখিরাতের ধন।
পাপ করিয়া ভরাইয়ো না এই পার্থিব জীবন।
অব মরিলে অব তোমায়
দিবে বিদায় পড়াইয়া সাদা কাফন।
আপন নহে কেহ তোমার
আপন নহে এই ভুবন।


একসময় ছিলা তোমি মাণবক
এখন হইয়া বড়ো কত না বায় না ধরো
রবের ইবাদতের না দ্বার দারো।
ব্যাস্থ তোমি করিতে পুরণ দুনিয়ার সখ।
বাহাদরি দেখাইয়া তোমি
খাও যে মারি কত জনের হক।
এই ধরায় তোমি যাহাই করোরে
হিসাব নিবে সবই ওই হাশরে।


#১০/৫/২০২০