এখানে তার বন্ধু বান্ধব..স্বজন, প্রিতম,
ছিল পরস্পর -সাপেক্ষ।
এখানে সে রাগ অভিমান অনুনয়-বিনয়
নানা ভাবে প্রকাশ করেছে..
এখানে সে অনেক দিন হেটেছে-কত কিছু দেখেছে
কখনো বলেছে সুশ্রী-কখনো কুশ্রী।


কখনো সমতল আবার কখনো বলেছে রুক্ষ
এবং প্রজ্ঞ হতে,স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে
পড়া-লেখা করেছে জন-সাধারণ্যে কৃতবিদ্য বলে পরিচয়ে।


বুক ফুলিয়ে মুখ ফুটিয়ে কোশ-গল্প আলাপ করেছে
বন্ধু বান্ধব আত্নীয় স্বজন তার বাক্যালাপ কতই না শুনেছে।
এখন সে ওইখানে চলে গেছে না ফেরার দেশ
স্তব্ধ হয়েছে তার নিস্বন,স্পন্দন, সবাই পর হয়েছে,
পর হয়েছে আপন অঙ্গী। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় এবং খেলার সঙ্গী।


বাকি অংশ পরবর্তিতে প্রকাশ করা হবে।