সব কিছু নিশ্চুপ আজ।
নিশ্চুপ মেঘে ডাকা থমথমে আকাশ
চাঁদ লোকিয়ে আছে,অর্ক ও লুকিয়ে আছে,
নেই অচিনপুরের বাতাস।


পৃথিবীটা যেন আজ ক্রুরমতি।
পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ নেই
বৃক্ষরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে,কোনো নড়চড় নেই।
হারিয়ে গেছে যেন  পৃথিবীতে থাকা প্রেম ভালোবাসা আর অনুভূতি।


স্থির হয়ে আছে নদ-নদীর জল।
রঙিণ প্রজাপতির দেখা নেই,
মাছ ভুঁজার জন্য যে সারস উদগ্রীব হয়ে বসে থাকতো বিলের ধারে তারও দেখা নেই।
কোথাও নিশ্চুপ হয়ে বসে আছে হয়তো
নিশ্চুপ আজ সব কিছু,
পাহাড়,তরু-লতা।
পৃথিবীতে অধীরতা নেই যেন
সব কিছুই নিশ্চলতা।