রক্তিম সূর্যটা আজ ওঠতে দেরি করছে
তাকে ঢেকে রেখেছে কুয়াশায়
নিস্তর ঠান্ডায় হারকাপানো শীত,
আর কলেবর যেন নিপট কালান হয়েগেছে।
স্বপ্নের রাজ্যে অপেক্ষায় আছি কবে আসবে
আমার ভালোবাসার মানুষ।
সহসা সে আমার পাশে এসে শক্ত করিয়া আমার নড়ী ধরিয়া বলিল,
আমার জন্য প্রতিক্ষা করছো বুঝি?
আমিতো সর্বদা তোমার পাশেই আছি।
তুমি আমায় দেখতে পারছো না তবে
আমি তোমায় সব সময়ই দেখতে পাচ্ছি।
এবং সবসময় তোমার পাশেই আছি।
নিমিষেই আমার ঘুম ভেঙে গেল
নেত্র মেলিয়া দেখি পার্শ্বে কেহই নাই।
গায়ের কাঁথাটাও গায়ে নাই।
ঘুমিয়ে পড়েছিলাম জানালা খুলা রেখেই।
চকি থেকে ওঠে জানালার পাশে দাড়ালাম
দাড়িয়ে দাড়িয়ে বাহিরে তাকিয়ে দেখি
ঘাস এর কফিন চক চক করছে
আর আজও যেন ভেজা ঘাস্ফুলে তার পায়ের চাপ দেখতে পাচ্ছি।
কবে কার কথা তাকে নিয়ে শিশির ভেজা স্নিগ্ধ সকালে হেটে বেড়াতাম।
ক্ষণে ক্ষণে শুনি আজও তার নূপূরের ধ্বনি।
আজও তার অপেক্ষায় আছি,সে কখনো আর ফিরবে না জানি।
তবুও তার আশায় পথ চেয়ে থাকি
তাকে ভেবে ভেবেই হয় দিন হয় আমার নিশা
তাকে ছাড়া খুব কঠিন ভাবে যাচ্ছে মোর জীবদ্দশা।