তুমি কেমন নারী
আজ পেরেছি চিনতে তোমায় ভারী
ওরে চলনাময়ী
ভালো যদি না-ইবা বাসিস
যদি আমায় বলে দিতিস!
তবে থাকতাম না আর তোর পাড়ায় পড়ে
প্রেমের আগুনে পুড়ে মোরে বর্ষ করে
কেন গেলি চলে বহুদূরে?
শূন্য বুক খালি করে কোন অপরাধে
মোরে কষ্ট এত দিলি?
কোন অপরাধে অপরাধী আমি?
তোর ব্যাথায় ব্যাতীত হয়ে
পারছি না যে হতে আমি
কোনো কিছুতে উর্দ্ধগামী!
কান কথায় বিশ্বাস করে
দিলি আমায় ঠেলে দূরে।
কত না স্বপ্ন পুষেছিলাম তকে গীরে
আমায় তুই করলি না বিশ্বাস
তুই যে ছিলি মোর নিশ্বাস
এ কেমন নিয়তির পরিহাস
তুই করলি মোর সর্বনাশ।
সহেনা আর যাতনা সবই ছিল তর চলনা।
ওরে চলনাময়ী!
কালো ছেলে তাই গেলি মোরে ভুলে।
তুই করলি অনেক বেইমানী
বুঝতে মোর হইলো দেরি
ভাগ্যে যে মোর কষ্টের তরী
গরু ভেবে দিলি মোরে কোররবানী
ওরে চলনাময়ী ওরে চলনাময়ী