একটা পাখি
অপরূপ তাহার যুগল আখি।
অপলক দৃষ্টিতে চাহিয়া আমি দেখি
হলোদ তাহার মিথুন পা
যেন তাহার পদ পৃষ্টে রঙে লেপা।


খোদার কি অত্যাশ্চার্য সৃষ্টি
দেখিয়া পারছি না ফেরাতে মোর দৃষ্টি।
সহসা আরো কতক আসিলো উড়িয়া পক্ষধর
আসিয়া বসিলো এই পাখিটার সদর।
অমনি দেখি সবে মিলে
করিলো এক হুটোপাটি
সম্মুখেই একটা পুষ্করিণী ছিল
সবে সেথা উড়ে গেল
সবে মিলে যেন উদকুম্ভ পেয় করার
প্রতিযোগীতায় নামিল।


আমি শুধু দেখিয়াছিলাম
আর চমত্কৃত হইয়াছিলাম
যেন তারা সেথায় প্রণয়ন করিলো এক চটি।
তারা সবে কলরবে যেন
মেতেছিল এক উৎসবে।
আমিও তাহাদের উৎসবে যোগ দিতে
চাহিয়া ছিলাম।
যেই আমি তাহাদের সামন গিয়াছিলাম,
তাহারা আমায় ভয় পাইয়া
অমনি সবাই গেল উড়িয়া।


১৭/৫/২০২০।