চাঁদকে আমি চন্দ্র বলি,কালোকে, কৃষ্ণ
সূর্যকে সৌর বলি,খোয়াবকে,স্বপ্ন।
রাত্রিকে কালিমা বলি,দিনকে,দিবস।
অক্লান্তকে অশ্রান্ত বলি,ক্লান্তকে,বিবশ।


আকাশকে বলি গগন, বাতাসকে,পবন।
মূল্যকে বলি হার,হস্তান্তরকে,অপবর্তন।
সাহসকে বলি পরাক্রম,সম্মানকে, সম্ভ্রম।
সুখকে সুখানুভব বলি,মোহকে,বিভ্রম।


ফুলকে বলি পুষ্প,বনকে,বনানী।
পাতাকে পাপড়ি বলি,গল্পকে কাহিনী।
ভালোকে বলি মঙ্গলকর,মন্দকে অনিষ্টকর।
সাগরকে বলি সায়র,নদীপথকে নহর।


প্রাণীকে বলি জান্তব,মানুষকে,মানব।
কথাকে শব্দ বলি,বিক্ষোভকে কলরব।
ফাঁকা কে শূন্য বলি,খাবারকে অন্ন।
ভালোবাসাকে প্রীতি বলি,সঙ্গীকে সাথী।
ক্ষয়কে ক্ষিতি বলি,ধারাকে রীতি।
অনুভবকে মালুম বলি,জখমকে,ক্ষুন্ন
আমার আর আপনার মধ্যে,ব্যাবহৃত শব্দে
আছে কি কোনো ভিন্ন?