লোভ লালসায় পড়ে।
মানুষ যাচ্ছে আজ
ঈমান হারা হয়ে।
ভুলে যাচ্ছে মানুষ আজ
যাব একদিন মরে।


যাও যদি তুমি মরে
আপনজনেরা তোমায়
দিবে টেলে দূরে।
তোমায় সাজিয়ে-গুজিয়ে
সাদা কাফনে মোড়িয়ে
নিবে তুলে পালকি করে।


জানাযা শেষে রেখে আসবে
সবে তোমায় অন্ধকার ঘরে।
আল্লাহর ইবাদত নবীর সুন্নাত
কর যদি পালন তবে
পেয়ে যাবে পার তুমি ঐ পড়পারে।


তুমার আজ টাকার মাঝে
সকাল সন্ধ্যা সাজে।
সারাদিন ব্যাস্থ থাকো
দুনিয়াবী কাজে।
দুনিয়ার সুখ পেয়ে তুমি
যাচ্ছো আখিরাত ভুলে।
নাচে-গানে মেতে ওঠো তুমি গুলে-মালে।


সময় থাকিতে নাও ভেবে একদিন
প্রাণ পাখি মোর উড়িয়া যাবে।
দেহ আমার মাঠিতে লুটাবে।
টাকা-পয়সা লোভ লালসা
করছে মনে বাসা।
এই দুনিয়ার রং তামাশায়
তুমি মগ্ন আছো নেশায়।
নেচে গানে আনন্দ মনে
হচ্ছে তুমার প্রাণ খুলে হাঁসা।


সময় থাকতে কর মিনতি
তুমি ঐ প্রভুর তরে।
হে দয়াল যেন পারি যেতে
ঈমান নিয়ে ঐ অন্ধকার ঘরে।
কাঠি তওবা করে মনে
আল্লাহকে রেখে স্মরণে
থাকতে সময় বল তুমি
হে দয়াল তুমি অন্তর জামী
অপকর্ম দিব ছেড়ে সব
রাখিব সর্বদা তোমায় স্মরণে
তুমি যে আমার রব।


জীবনে আছে যত গুণা।
করে দাও ক্ষমা মোরে।
গোণাহগার বলে ডাইকোনা
ঐ হাশরে।
কালিমা নসিবে দিও
মোর মরনে।