স্কুল জীবনে ছিল কত সাথী।
আজও মনে পড়ে আমার
সে শৈশবের স্মৃতি।
শ্রেণিকক্ষে সবে মিলে
করিতাম কত মজা মাস্তি।
শিক্ষক মহাশয়ের কত লাটি চার্জ।
তবও হতনা আমাদের কোনো লাজ।


ভাবতাম নিজেদের বুড়িমার গল্পের
আমরাই হলাম সে যুবরাজ।
শৈশবে ছিলনা মাথা ভরা টেনশন।
সারাদিন হুড়াহুড়ি দৌড়াদৌড়ি,
শরীরে ক্লান্তি না আসে যতক্ষণ।


খেলা শেষে সন্ধ্যা হলে
যাইতাম সবে নিজ নিজ ঘরে।
কোথায় গেল আজ সেই খেলা ঐ দিন
আর কখনো পাবনা ফিরে।
সবের সময় আজ ব্যাস্ততার মাঝে কাটে।
আগের মত কাউকে আর যায়না দেখা
ঐ সেই মাঠে ঘাটে।
১২/০১/২০২০।