ছন্ধে ছন্ধে ফুলের গন্ধে
পাইনা আর তোমায় খুঁজে।
তোমায় ছাড়া মলিন হৃদয়
কিছুতেই হয়না বিজয়।
তোমায় ছাড়া এই দহন
বুঝে না আর এই মন
এই ধরায় আর কাটে না সময়।
মনটা আমার অভিমানী
ভাসিস না তুই ভাল আমায় জানি।
তবুও এই মন ছুটে চলে
পাহার বেনাণী পেরোয় সেনানী।
জানি তুই তুফান বেগে
গেলি চলে বহুদূরে।
আমায় ছেড়ে অনেক দূরে
তুমি হীনে আমার মনের বণে
গায় না পাখি আর গান শান্ত সুরে।
তোমায় পাবনা বলে চোখের জলে
ভাসছি আমি দু:খের বিলে।
তোমায় অনেক যতনে
রেখেছিলাম আমার অন্তরের সুন্দর মহলে।
অন্তরের দরজা জানালা খুলে
তুমি কোথায় চলে গেলে।
তোমায় খুঁজে খুঁজে হলাম যে দিশেহারা।
তুমি অনেক দূরে চোখের আড়ালে
তাই থাকি হয়ে আমি মন মরা।
তোমায় ছাড়া মনপাড়ায়
আমি এক ছন্নছাড়া।
তুমি কি পাও ডাক শুনতে আমার?
তাহলে দাওনা কেন সারা।
তোমায় ছাড়া আমায় দু:খ করে তারা।
অরে মোর প্রাণের পিয়াসি
তোমায় যে বড্ড ভালোবাসি
কোথায় আজ হারিয়ে গেলে
তোমায় আর পাইনা খুঁজে
পাইনা খুঁজে কভু চোখবোজে।