তোমি দেখোনি আমায় অবিচল চোখে
সুখানুভবে পাশে ছিলে,এখন দূরে গেলে আছি বলে শোকে।
একবারও ঘুরে দেখোনি ,কতটা এই  হৃদয়ের পরিসর।
সূর্য ডুবে গেছে কবে, শীতল হয়েছে বালু চড়।


ছিন্ন মন ভিন্ন হয়েছে,আমি আমার মত করে
সাজিয়ে রেখেছি আপন মন।
খুব কঠিন আস্তরনে ডেকে রেখেছি আমার ছোট্র এই জীবন।
আমি যখন তোমার লক্ষে দিয়েছিলাম অন্তর পণ।
অনীহা করেছো তোমি প্রতারিত হয়েছি আমি তখন।