শমন পাঠাও যদি ওগো তুমি মহান।
কালিমা জপে মুখে হয় যেন প্রয়াণ।


জানি তব জানি অতি নগন্য আমি
তোমার পথের তুচ্ছ এক অনুগামী!


এক টুকরো বরফের ন্যায় সময়
উত্তাপে অচিরেই যায় যদি গলে
সব ছেড়ে এই নিধি-আলয়
অজানা জগৎ কোলে যাই যদি চলে


থাকবে না দু:খ দয়াময়ী প্রভু!
কভু আগে নবীর দেখা পেলে।


বাকি অংশ পরবর্তীতে দেয়া হবে।