বৃষ্টি পরে রিমঝিম ঝিম
ভাঙ্গা কাচে কাটছে অনুভূতি
লাইব্রেরীর একলা টেবিলটাতে
ভাল হত থাকলে তুমি জুথি ।


এইত সবে ঘুরে আমেরিকা
হুমায়ুনের ভ্রমন কাহিনীতে
জলপ্রপাতের মেকি শব্দগুল
বৃষ্টি ধোয়া হয়ে এখন হাতে ।


কাল বিকেলে ঝগড়া হল খুব
রাত্রি ছিল জলবিছুটির মত
বৃষ্টি ধোয়া স্নিগ্ধ সকাল আজ
তবু বুকে হাতড়ে দেখি ক্ষত ।


কবিতার উর্ধে তুমি কবেই
তোমার নিশাস বুকের খাচায় বাজে
ঠোটের তারায় তোমার ঠোটের স্বাদ
স্পর্শ নাচে দেহের ভাজে ভাজে ।


বৃষ্টি ভেজা বকুল ফুলের ঘ্রান
জানালার কাচ গলিয়ে ডাকে
বৃষ্টি চুমে আমার চোখের জল
খেলছে পামের চিড়ল পাতার ফাকে ।


আমি বসে একলা মনে ভাবি
ভালবাসা বৃষ্টি হয়ে গেলে
লাইব্রেরীর বইয়ের তাক গুলো
সাজিয়ে দেব তোমার চোখের জলে ।


লাইব্রেরীতে একলা আমি খুব
মেঘের বুকে মৃদু বানের ডাক
আমার বুকের লাইব্রেরীতে ভরা
তোমার মুখের মিষ্টি কথার তাক ।


এই দুপুরে বৃষ্টি ভিজে সব
স্নিগ্ধ হল । আমি কেবল নই
লাইব্রেরীর শূন্য কুঠুরিতে
একলা আমি শূন্য তাকের বই ।