আমার বারবার মরে যেতে ইচ্ছে হয়
আবার জন্মাবো বলে !
এই জোছনায় যদি মরে যাই আজ
তোমার আঙ্গুলের স্পর্শ দিওনা আর কাউকে,
আমার বিদেহী আত্মা একটু শান্তিতে থাক ঐ পৃথিবীতে !
বরাবর পৃথিবী সমীপেষু ,
আমি নাহয় এর পর জনমে খড়কুটো হয়ে জন্মাবো ;
অথবা ঘাসফুল তবুও মাড়িয়ে যেও একাকী আমার হৃদয় !
আমি বিরহী ঘুঘু বা সোনালী ডানার চিল নই ,
কেবল উঠোনের এক কোনে যদি লজ্জাবতীও হই ,
সে আঙ্গুলের একটু পরশ দিও, মুর্ছা যাবার আগে ।
তবুও বারবার মরে যেতে ইচ্ছে হয়
আবার জন্মাবো বলে,
জীবন আটকে আছে গলার কাঁটার মতো
তোমার হাতের আঙ্গুলে !