ওহে পুরুষ জাতি!
            কিছু কথা বলা চায়
যে পুরুষ নারীর অস্তি তুমি।
            তোমরাই অদ্য নারীর মৃত্যু ভয়!
কেনো অদ্য তোমার,
            হৃদয় হয়েছে এমন!
তোমরাই তো ছিলে,
            নারীর বাচার জীবন।
তোমার অস্তিত্বে সৃজন
            করেছেন বিধাতা যে নারী।
আজ তুমিই তাকে দিচ্ছ তুলে,
            মরণ ফাঁদে করছো অত্যাচারী!
যে নারী দিচ্ছে তোমায়,
            নিত্য সুখের উপহার।
সে পুরুষ তুমিই তার তারি,
            ঊর্ধ্বে তুলছো অটল প্রহার!
দিওনা উপহার অত্যাচার,
            করোনা হৃদয় হতাস!
যে নারীর আচল তলেই
            তোমার সুখো সর্গবাস।