ফুলের মতো ফুটতে পারি, ফুটব না তো
                 ফুটব না
ফড়িং হয়ে ছুটতে পারি, ছুটব নাকো
                ছুটব না
মেঘের মতো উড়তে পারি, উড়ব না তো
                 উড়ব না
জলের মতো ঘুরতে পারি, ঘুরব নাকো
                ঘুরব না
পাখির মতো গাইতে পারি, গাইব না তো
                 গাইব না
মাঝির মতো নাইতে পারি, নাইব নাকো
                 নাইব না
শিশুর মতো হাসতে পারি, হাসব না তো
                হাসব না
কোমলভালো বাসতে পারি, বাসব নাকো
                বাসব না
যাবো ছুটে হাওয়ার পানে দু'চোখ যায় মোর
                   যদ্দুর
সূয্যির মতো পুড়ে-পুড়ে দারুণ "রোদ্দুর হব
                  রোদ্দুর"