প্রিয়বিয়োগ সমুদ্রকন্যার,___
মর্মভেদীদীপ্তি সমস্ত উপত্যকা ঘিরে
উত্তাল সমবেতে ব্যথিত কালোমেঘ


কে খুঁজে তাঁরে অন্ধকারে,
গর্বদীপ্তরোচি শ্বেতশুভ্র নিটোল উর্বশীকে!
অনাদ্যন্ত__পাতালের__মুখে...
সহজ করে বললে, সমুদ্রের তলদেশে
পাথরচাপার ঘোরপ্যাঁচে বিদীর্ণ খর্বাকৃতি
ছোট্ট একটা ঝিনুক পেয়ে গেলেম অনায়াসে


কি আশ্চর্য! আমায় মুগ্ধ করে দিয়েছে
তাঁর ভেতর কোলেপিঠে লুকানো;
অঙ্কুরিত সুনীল সুকোমল চারুময়ী মুক্তা


মাধুরীলতা' তোমার পুলকিত লাবণ্যময়ী
তুহিন চোখ: না দেখলে হয়ত তাঁর আবিষ্কার হতোনা কখনো দিগন্ত থেকে শতাব্দী ঝুরে ।