তুমি জেগেছো দিনমণি হয়ে
এক মহাপুরুষের বেশে।
তোমার নেই কভু অস্ত
মোদের এই বাংলাদেশে।
তুমি জেগে রয়ে আলো ছড়াবে
বাঙ্গালীকে কোটি বছর ধরে,
তুমি পুস্পর মত ফুটন্ত হাসি
স্বজন হারা মায়ের অন্তরে।
শিশু মুখে বুলি ফুটতেই
বলে উঠে তোমার কথা,
বঙ্গবন্ধু
তুমি বিশ্ববুকে মোদের যশোগাথা।
তুমি অনাবিলের প্রমোদ
বিধবা নারীর আহলাদ।
তুমি জয়ের কেতন
চির নেতা অবাধ!
তোমায় দেখলে ভুলে যায়
পাখি তার স্বীয় নীড়।
তোমার কাছে চির ঋনী মোরা,
মোদেরই জন্য ছড়িয়েছো
আবীর।
তুমি মোদের অধিপতি,
তুমিই মোদের জাতির জনক।
তুমি অমর তুমি মহামানব
তুমি যে অগ্রযাত্রার মহানায়ক।